শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মারা গেছেন অডিও ক্যাসেট টেপের আবিষ্কারক

আপডেট : ১২ মার্চ ২০২১, ০৭:৪৬

অডিও ক্যাসেট টেপ আবিষ্কারক লুউ অটেন্স আর নেই। ৯৪ বছর বয়সে তিনি মারা গেছেন। ১৯৬০-এর দশকে এই ডাচ্ ইঞ্জিনিয়ার অডিও ক্যাসেট টেপ আবিষ্কার করেন। তার এ আবিষ্কারে রাতারাতি বিশ্বে এক বিপ্লব সৃষ্টি হয়। মানুষ কথাবার্তা রেকর্ড করতে এসব ক্যাসেট ব্যবহার শুরু করেন। তার এই আবিষ্কারের ফলে সারা বিশ্বে কমপক্ষে ২০ হাজার কোটি অডিও ক্যাসেট টেপ বিক্রি হয়। তবে আধুনিক সময়ে সিডি ও পেনড্রাইভ প্রযুক্তি আসায় অডিও ক্যাসেট টেপের কদর অনেকটাই কমে গেছে।

বিবিসি এবং ডাচ্ সংবাদমাধ্যম এনআরসি হ্যান্ডলসব্লটের খবরে বলা হয়েছে, ৬ মার্চ মারা যান তিনি। ডাচ্ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করতেন লুউ অটেন্স। সেখানেই কর্মরত অবস্থায় অডিও ক্যাসেট টেপ তৈরির কাজ শুরু করেন ১৯৬০-এর দশকের শুরুতে।

এনপিআরের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সবার জন্য সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য গান শোনার মাধ্যম তৈরি করতে চেয়েছিলেন। সে সময়ের রিল-টু-রিল টেপ আকারে অনেক বড় ছিল। লুউ অটেন্স শুরুতে পকেটে নিয়ে ঘোরার মতো কাঠের তৈরি একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ বানিয়ে ছিলেন।

ইত্তেফাক/এসআই