বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৮ দেশের অতিথি নিয়ে ‘গ্লোবাল বেঙ্গলি লিট-ফেস্ট’

আপডেট : ০১ মে ২০২১, ১৯:২৯

আগামী ৬ থেকে ৮ মে তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ‘গ্লোবাল বেঙ্গলি লিট-ফেস্ট’। ‘ডায়লগ-ইন’ আয়োজিত ভার্চুয়াল লিট-ফেস্টে আটটি দেশের পঞ্চাশ জনেরও বেশি বিশিষ্ট বাঙালি, লেখক, কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক অংশ নিবেন। অনলাইন বৈঠকে বাংলা সাহিত্যের বিভিন্ন দিক ও দর্শন নিয়ে আলোচনা করবেন অতিথিরা।

অংশ গ্রহণকারী দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নাইজেরিয়া এবং নেদারল্যান্ড।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-কর্ণধার পিনাকী গাঙ্গুলী ইত্তেফাককে জানান, বৈঠকগুলোতে যেমন থাকবে ইন্টারনেট যুগে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ ও ভাষার বিবর্তন, দুই বাংলার কবিতা, বাংলা সাহিত্যে নারীবাদী চিন্তাধারা, কবিতা—বিপ্লবের ভাষা, নবীন ও প্রবীণের চোখে রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনা, তেমনই রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞাপনের বয়ান, লিটিল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া—উদবর্তন বলা যায় কিনা, কলিম খান এবং রবি চক্রবর্তীর ক্রিয়াভিত্তিক শব্দার্থবিজ্ঞান বিষয়ে নতুনতর আলোচনা।

আলোচনায় অংশগ্রহণ করবেন ড. পবিত্র সরকার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সেলিনা হোসেন, সঞ্জীব চট্টোপাধ্যায়, আব্দুল গাফফর চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী, ত্রিদিব চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু, অভীক মজুমদার, সুবোধ সরকার, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, মন্দাক্রান্তা সেন, বিপ্লব দাশগুপ্ত, চয়ন খায়রুল হাবিব, নারায়ণচন্দ্র দাস, নীলাঞ্জন চ্যাটার্জি, রবি চক্রবর্তী, দেবতোষ দাশ, শৌভিক মিশ্র, সৈয়দ হাসমত জালাল, শ্রীজাত, শামীম আজাদ, পল্লব হালদার, তাপস দাস, সৈকত বন্দ্যোপাধ্যায়, সাদাত হোসেইন, দেবারতি মুখোপাধ্যায়, রূপক চট্টরাজ, এষা চ্যাটার্জী, দেবলীনা মুখোপাধ্যায়, দেবারতি চক্রবর্তী, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, অভিষেক ঘোষাল, শ্রুতি গোস্বামী, পল্লবী সেনগুপ্ত, মৌমিতা ঘোষ, অর্পিতা সরকার, লোপা ব্যানার্জি, সুতীর্থ দাশ প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ