শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কবি জয় গোস্বামী করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি

আপডেট : ১৭ মে ২০২১, ০৪:১১

কবি জয় গোস্বামী করোনা আক্রান্ত। রবিবার (১৬ মে) দুপুরে তার করোনা পরীক্ষা হয়। যদিও রাতে রিপোর্ট পজিটিভ আসার আগেই সন্ধ্যায় তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল কবির অবস্থা। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন।

খবরে বলা হয়, রবিবার সকালে কাঁপুনি দিয়ে জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে বমিও হতে থাকে। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয় সন্ধ্যায়। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল ৬৬ বছরের কবিকে। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।

জয়ের মেয়ে দেবত্রী আনন্দবাজারকে বলেন, বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়তে থাকে। তার পরেই কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা। 

ইত্তেফাক/এসজেড