শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারো সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০১:৫৮

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত ঝুঁকি নির্ণয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সফটওয়্যার ও তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনী আবিষ্কারের প্লাটফর্ম উন্মোচনের বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। আগামীকাল সোমবার (৩০ মার্চ) বিকাল ৩ টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে করোনা ভাইরাস মোকাবেলায় জন-সমাগম এড়িয়ে যোগাযোগ কার্যক্রম পরিচালনার জন্য গত শুক্রবার প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জুম অ্যাপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন মন্ত্রী। এ সময় দেশের প্রযুক্তি বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন।

ইত্তেফাক/জেডএইচডি
 

এ সম্পর্কিত আরও পড়ুন