শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘মেড ইন ইন্ডিয়া’ লেখায় ঢেকে দেওয়া হচ্ছে চীনা মোবাইল সংস্থার লোগো

আপডেট : ২৯ জুন ২০২০, ০৮:৪৯

চীন-ভারত সংঘর্ষের প্রভাব এবার পড়তে শুরু করেছে মোবাইল কোম্পানিগুলোর উপরে। চীনা সংস্থা শাওমি এবার এই দেশে নিজেদের দোকানের উপরে মেড ইন ইন্ডিয়া লিখে নিজেদের লোগো ঢেকে দিতে শুরু করেছে। জানা গিয়েছে দোকানের সকল কর্মচারীদের শাওমি লেখা টি-শার্ট না পড়ার ও নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থার তরফে জানা গিয়েছে দেশে যেভাবে চীন বিরোধী মনোভাব দেখা দিয়েছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও জানা গিয়েছে, দেশে চলতে থাকা এই চীন বিরোধী মনোভাবের কারণে একাধিক মোবাইল সংস্থাকে বেশ ক্ষতির মুখে পড়তে হতে পারে।

ইতোমধ্যে চীনের অন্যতম আরো এক মোবাইল সংস্থা এই দেশে নিজেদের ফোন লঞ্চ বন্ধ রেখেছে। আর সেই কারণে শাওমি সব দোকানে লোগো কার্যত ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষজন অনেকেই জানিয়েছেন এই মুহূর্তে চীনা কোম্পানির ফোন বিক্রি করা ঝুঁকির হতে পারে। সেই কারণে এই দোকানের লোগো কার্যত ঢেকে ফেলা হচ্ছে।

সূত্র :কলকাতা২৪ বাই ৭ ডটকম

এ সম্পর্কিত আরও পড়ুন