শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনাকালে মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেবে ফেসবুক

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১০:১৩

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত ব্যবহারকারীদের মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে এমনটি বলা হয়।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ইন্সটাগ্রাম এবং ফেসবুক ফিডের মাধ্যমে ব্যবহারকারীদের মাস্ক পরার জন্য সতর্ক করা হবে। ভবিষ্যতে  যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা দেয়ার কথা ভাবছে ফেসবুক। 

এই বিষয়ে একটি বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আমরা ফেসবুক এবং ইন্সটাগ্রামের ওপরে একটি এলার্ট রাখবো যাতে সবাইকে মুখ ঢাকার কথা স্মরণ করিয়ে দেয়া যায়। 

এছাড়াও ফেসবুকের পক্ষ থেকে বলা হয় যে করোনা প্রতিরোধে কোম্পানিটির পক্ষ থেকে অতিরিক্ত পরামর্শ এবং বিভিন্ন পাবলিক হেলথ এজেন্সির লিংকও ব্যবহারকারীদের দেয়া হবে।  

ইত্তেফাক/এআর