শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রভাবশালীদের টুইটার হ্যাকড: তদন্তে নেমেছে এফবিআই

আপডেট : ১৭ জুলাই ২০২০, ১০:০৭

ধনকুবের বিল গেটস, এলন মাস্ক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির টুইটার হ্যাক হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। 

জনগণকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এফবিআই'র পক্ষ থেকে বলা হয়, ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির উদ্দেশ্যে অ্যাকাউন্টগুলো হ্যাক করা হতে পারে। 

এর আগে বুধবার সিএনএন জানায়, এ সবগুলো অ্যাকাউন্ট থেকেই ক্রিপ্টোকারেন্সি চেয়ে টুইট করা হয়েছে। 

বিল গেটসের অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, সবাই আমাকে ঋণ শোধের কথা বলছে। এখনই সময়। আধঘণ্টার মধ্যে আমাকে এক হাজার ডলার দিন, আমি আপনাকে দুই হাজার ডলার দেবো।

তার নিচে ছিল বিট কয়েন পাঠানোর একটি লিঙ্ক।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন, কেইনি ওয়েস্ট, কিম কারদাশিয়ান ওয়েস্ট, ওয়ারেন বাফেট, জেফ বেজোস, মাইক ব্লুমবার্গ, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এমনকি রাইড শেয়ারিং সেবাদাতা উবারের অ্যাকাউন্টসহ অনেকগুলো অ্যাকাউন্ট থেকে বিটকয়েনের মাধ্যমে অনুদানের অনুরোধ জানিয়ে একই রকম টুইট করা হয়েছে।

ইত্তেফাক/এআর

এ সম্পর্কিত আরও পড়ুন