শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গণমাধ্যমের স্বার্থে ফেসবুক, গুগল থেকে অর্থ আদায় করবে অস্ট্রেলিয়া

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১২:৩৪

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় প্রযুক্তি কোম্পানি ফেসবুক এবং গুগল থেকে সংবাদভিত্তিক কন্টেন্টের জন্য অর্থ আদায় করবে অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ সংক্রান্ত একটি আইনের খসড়া প্রকাশের সময় অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জস ফ্রাইডেনবার্গ বলেন, এটি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ব্যবসার জন্য ন্যায্য উদ্যোগ। এটি আমাদের প্রতিযোগিতা বৃদ্ধি করবে এবং গ্রাহক সুরক্ষা বৃদ্ধি করব ও বর্তমান পরিস্থিতিতে টেকসই গণমাধ্যম ব্যবস্থা তৈরিতে সহায়ক হবে।

জানা গেছে,   এই বছরের মধ্যেই অস্ট্রেলিয়ায় আইন করে গুগল এবং ফেসবুকের কাছ থেকে অর্থ আদায় করা হবে।

এদিকে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের বিষয়ে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই আইনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের অবগত করবে। তবে ফেসবুকের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

ইত্তেফাক/এআর

এ সম্পর্কিত আরও পড়ুন