শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টিকটকের বিকল্প অ্যাপ বানালো দুই কাশ্মীরি ভাই

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৫:১১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুডগাম জেলার দুই ভাই একটি অ্যাপ বানিয়েছে যা চীনা অ্যাপ টিকটকের বিকল্প হিসেবে পরিগণিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, টিকটিকের ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহারে আগ্রহী হবে।

জানা যায়, কাশ্মীরি দুই ভাইয়ের নাম টিপু সুলতান ওয়ানি এবং মোহেদ ফারুক। দুইজনের মধ্যে টিপু একজন অ্যাপ ডেভেলোপার। অন্যদিকে ফারুক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা উভয়ে এর আগে নিউক্লিয়ার ওয়ানি নামে একটি অ্যাপ বানিয়েছে যা শেয়ার ইট থেকেও কয়েকগুণ দ্রুত ফাইল ট্রান্সফার করতে সক্ষম। ভারতে শেয়ার ইট নিষিদ্ধ হওয়ার পর অনেকেই নিউক্লিয়ার ওয়ানি ব্যবহার করছেন।

টিকটকের আদলে অ্যাপ নির্মাণ প্রসঙ্গে টিপু বলেন, নিউক্লিয়ার ওয়ানি অ্যাপটি বানানোর পর আমরা ভারতীয় জনগণ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। টিকটিক নিষিদ্ধ হওয়ার পর অনেকেই আমাদের অ্যাপটির আদলে একটি অ্যাপ বানানোর পরামর্শ দেয়। পরে আমরা তা বানানোর সিদ্ধান্ত নেই। মাত্র এক মাসেই একটি অ্যাপ তৈরি করে ফেলি আমরা। আমার বড় ভাই ফারুক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে না থাকলে হয়তো এই অ্যাপ বেরত করা সম্ভব হতো না।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন