বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এক চার্জে ২১ দিন চলবে স্মার্টওয়াচ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৪:২৯

শরীর ঠিক রাখার জন্য বিভিন্ন তথ্য পেতে এখন স্মার্টওয়াচের ব্যবহার বাড়ছে। স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফিটনেস যন্ত্র হিসেবে নতুন স্মার্টওয়াচ উন্মুক্ত করেছে চীনা প্রতিষ্ঠান জেডটিই।

কালার ডিসপ্লেযুক্ত নতুন এই স্মার্টওয়াচ চীনের বাজারে ছাড়লেও শিগগিরই বিশ্বের অন্যান্য দেশে আসতে পারে। এ স্মার্টওয়াচের বিশেষ ফিচার হচ্ছে এর ব্যাটারির আয়ু। জেডটিই দাবি করেছে, তাদের ওয়াচ লাইভ নামের স্মার্টওয়াচে এক চার্জে ব্যাটারির আয়ু ২১ দিন পর্যন্ত থাকবে।

জেডটিই ওয়াচ লাইভ স্মার্টওয়াচটিতে ১২ ধরনের স্পোর্টস মোড ও আইপি-৬৮ সনদ থাকবে। অর্থাত্, এটি হবে পানি ও ধুলা প্রতিরোধী। এতে সারা দিন হার্টরেট মাপার জন্য বিশেষ সেন্সরও থাকবে। এতে ঘুম পর্যবেক্ষণের জন্য ট্র্যাকার সেন্সর ও মেশিন লার্নিং অ্যালগরিদম সুবিধাও থাকবে।

চীনের বাজারে জেডটিই স্মার্টওয়াচের দাম ধরা হয়েছে ২৪৯ ইউয়ান বা ৩ হাজার ২০০ টাকার মতো। আগামী ডিসেম্বর মাস থেকে চীনের বাজারে এ স্মার্টওয়াচ পাওয়া যাবে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন