শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যাপলের এয়ারপডস ম্যাক্স

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১০:০০

মাথার ওপর নিয়ে বসানো যায় এমন নতুন হেডফোন উন্মুক্ত করল অ্যাপল। এর নাম এয়ারপডস ম্যাক্স। এর দাম হবে ৫৪৯ মার্কিন ডলার। এই হেডফোনের দাম নতুন এক্সবক্স এবং প্লেস্টেশন কনসোল উভয়ের চেয়ে বেশি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট হোয়াট হাইফাই বলছে, দামের দিক থেকে তারহীন (ওয়্যারলেস নয়েজ ক্যানসেল) অ্যাপলের এই হেডফোন ব্যয়বহুল। সনি বা সেনহেইজারের হেডফোন ৩৫০ মার্কিন ডলারেই পাওয়া যায়। অ্যাপলের হেডফোনের দাম ও হেডফোন কেসের কারণে এটি আলোচনায় এসেছে। অ্যাপলের হেডফোনের বিশেষ সুবিধা হচ্ছে এটি তারহীন ও এতে ‘নয়েজ ক্যানসেল’ সুবিধা আছে। অ্যাপলের তথ্য অনুযায়ী, নতুন হেডফোনে অ্যাকুস্টিক নকশা, এইচওয়ান চিপসেট ও দুর্দান্ত অভিজ্ঞতা দিতে উন্নত সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এর হেডব্যান্ড হিসেবে নিট মেশ ব্যবহার করা হয়েছে, যা মাথার ওপর চাপ কমাবে। কানের পাশের কুশন ফোমগুলো আরামদায়ক। এতে শব্দের মান আরও ভালো পাওয়া যাব। অবশ্য যন্ত্রাংশ ও নকশা বিবেচনায় এর নাম নিয়েই বেশি প্রশ্ন তুলছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের জ্যেষ্ঠ সমপাদক টম ওয়ারেন টুইটারে এর দাম ও কেসিং নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্য নেক্সট ওয়েবের পর্যালোচনাকারী কালাম বুধ বলেছেন, এই হেডফোনের দাম কোনোভাবেই ২০০ ডলারের বেশি হতে পারে না।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন