শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পণ্য আমদানি-রপ্তানির সনদ মিলবে অনলাইনে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৮

এখন থেকে পণ্য আমদানি-রপ্তানির সনদ অনলাইনে পাওয়া যাবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও রাজস্ব ফাঁকি বন্ধ হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ থেকে অনলাইনে এ অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, এই অটোমেশনের ফলে সেবাগ্রহীতারা দ্রুত সহজে সেবা পাবেন। সনদ গ্রহণে ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩০টি বিভাগে প্রায় ৪ হাজার আমদানিকারক এবং রপ্তানিকারক রয়েছে। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত। এই অটোমেশন প্রক্রিয়ার পর আর কোনো ধরনের সনদ প্রদান কার্যক্রম ম্যানুয়ালি চলবে না। এই অটোমেশনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিটি ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন