শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিমা শিল্পে নারীর অবদান নিয়ে প্রকাশিত হলো প্রথম ই-বই

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০৯:৩০

বিমা এজেন্টদের পেশাগত সম্ভাবনা এবং বিমা শিল্পে নারীর অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাফল্যের গল্প: বীমা শিল্পে নারীদের অর্জন গাথা’ নামে ই-বই প্রকাশ করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশে বিমা শিল্পে প্রথম বারের মতো এ ধরনের একটি ই-বই প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

হাজারো মানুষকে বিশ্বস্ত পরামর্শ এবং বিশ্বমানের সেবা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যত্ পরিকল্পনা করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপনে সহায়তা প্রদানে নারী এজেন্টরা যে অবদান রেখে চলেছেন, তার একটি প্রেরণাদায়ী চিত্র তুলে ধরা হয়েছে ই-বইটির মাধ্যমে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী। বিমা শিল্পে পেশাগত জীবন গড়ে তোলার মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে নারীরা আরো বৃহত্ পরিসরে অবদান রাখতে পারবেন। পেশা হিসেবে বিমা এজেন্টদের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মেটলাইফ নানা উদ্যোগ গ্রহণ করছে। ই-বইটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://metlifebd.info/xzn

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন