শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোবাইলের ব্যবসা বন্ধ করছে এলজি

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২০:২৯

একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স মোবাইলের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রমবর্ধমান ক্ষতির মুখে পড়েই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ার এ কোম্পানি। সোমবার (৫ এপ্রিল) এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

খবরে প্রকাশ, এক বিবৃতিতে এলজি জানিয়েছে, মোবাইল ফোন খাত থেকে সরে আসার কৌশলগত সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে ইলেকট্রিক যান, স্মার্ট হোম, রবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বর্ধনশীল খাতে মনোযোগ দেওয়ার সুযোগ দেবে।

এলজি ইলেকট্রনিক্সের পাঁচটি বিভাগের একটি হচ্ছে মোবাইল ফোন। তবে প্রতিষ্ঠানটির মোট আয়ের মাত্র সাত দশমিক চার শতাংশ আসে এ বিভাগ থেকে। বিশ্ব মোবাইল বাজারের মাত্র দুই শতাংশ নিয়ন্ত্রণ করে এলজি।

গবেষণা ফার্ম কাউন্টারপয়েন্ট অনুসারে, গতবছর এ প্রতিষ্ঠান দুই কোটি ৮০ লাখ ফোন বাজারজাত করেছে, অন্যদিকে স্যামসাং করেছে ২৫ কোটিরও বেশি। ক্রমাগত ক্ষতির সম্মুখীন হতে থাকায় মোবাইল ব্যবসার অংশবিশেষ বিক্রিরও চেষ্টা করেছিল এলজি কিন্তু পারেনি।

দেখা গেছে, উত্তর আমেরিকায় মোবাইল বিক্রিতে এখনো জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থানে আছে প্রতিষ্ঠানটি। তবে অন্যান্য অঞ্চলে তাদের ব্যবসা ক্রমশ কমছেই। তবে দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারে এখনো এলজি ভালোই প্রচলিত। 

গত জানুয়ারিতে এই ইলেকট্রনিক্স জায়ান্ট কোম্পানি জানিয়েছিল, ছয় বছরে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার লস করার পর তারা মোবাইল শাখার হাতে কী কী বিকল্প আছে তা ভাবছে। এর আগে ২০১৩ সালে আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরার মতো প্রযুক্তি এনে চমকও দেখিয়েছিল এলজি। কিন্তু এখন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থরা বলছেন, মোবাইলের বাজার অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক হয়ে গেছে।

ইত্তেফাক/এসএ

এ সম্পর্কিত আরও পড়ুন