বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনলাইনে প্রিন্টিং সেবা 'রুবিক প্রিন্ট'-এর যাত্রা শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৯

'বদলে দিন ব্যবসায়ের লুক' স্লোগান নিয়ে গত ২৭ জানুয়ারি যাত্রা শুরু করলো 'রুবিক প্রিন্ট' নামের একটি ই-কমার্স স্টার্টআপ। এর ফলে এখন থেকে গ্রাহকরা ঘরে বসেই সেরে ফেলতে পারবেন প্রয়োজনীয় ও পছন্দ মতো প্রিন্টিংয়ের কাজ। 

রুবিক প্রিন্ট প্রাথমিকভাবে নিয়ে এসেছে ব্যবসায় প্রয়োজনীয় প্রিন্টিং পণ্য যেমন বিজনেস কার্ড, লেটারপ্যাড, ইনভেলপ, মানি রিসিট, ভাউচার, নোটপ্যাড ইত্যাদি। এছাড়াও এতে থাকছে মার্কেটিং পণ্য যেমন পিভিসি, ব্যানার, ওয়াল স্টিকার, গ্লাস স্টিকার, টিশার্ট, মগ, আইডি কার্ড, মেম্বারশিপ কার্ড ইত্যাদি। রুবিক প্রিন্টের শতাধিক ডিজাইন কালেকশন রয়েছে। এতে করে বাড়তি ঝামেলা ছাড়াই শুধু প্রয়োজনীয় তথ্য দিলে আর আংশিক অগ্রিম পেমেন্ট করলে পণ্য পৌঁছে যাবে ভোক্তাদের  ঠিকানায়। 

আরও পড়ুন:  উপজেলা পর্যায় থেকে মাস্টার প্ল্যানের তাগিদ প্রধানমন্ত্রীর

যেকোন সেবা এবং তথ্যের জন্য রুবিক প্রিন্টের অনলাইন ঠিকানা: www.rubikprint.com.

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন