শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউজিল্যান্ড হামলার ১৫ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে ফেসবুক

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৫:১১

নিউজিল্যান্ডের দুইটি মসজিদে হামলার ঘটনার ভিডিও বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তারা বিগত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ভিডিও তাদের সাইট থেকে অপসারণ করেছে। গত শুক্রবার হামলাকারী ব্রেন্টন ট্রারান্ট মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে। সেই হামলার পুরো ঘটনা তার ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। এরপর বিশ্বব্যাপী তা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। এরপর তা সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের দাবি, ১২ লাখ ভিডিও আপলোড করার সময়ই তারা ঠেকিয়ে দিয়েছে। তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, এখনও ওই হামলার ভিডিও সামাজিক মাধ্যম ও বিভিন্ন সাইটে পাওয়া যাচ্ছে। নিউজিল্যান্ডের মসজিদে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান তা সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান।

এছাড়া কেউ যেন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ও বিভিন্ন সাইটে প্রচার না করে তার অনুরোধ করে দেশটির পুলিশ। সূত্র: রয়টার্স

ইত্তেফাক/আরকেজি

এ সম্পর্কিত আরও পড়ুন