বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিশুমনে কুপ্রভাব ফেলার অভিযোগে নিষিদ্ধ হলো ‘পিইউবিজি’ গেম

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২০:৫৫

শিশুদের মনে কুপ্রভাব ফেলছে প্লেয়ার আননোন'স ব্যাটেলগ্রাউন্ড (পিইউবিজি) গেম। এমন অভিযোগে নেপালে নিষিদ্ধ হলো এই গেম। বৃহস্পতিবার এ তথ্য জানান নেপালের টেলিকমিউনিকেশন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সন্দীপ অধিকারি।

তিনি বলেন, ‘ শিশুদের মনে এই গেম কুপ্রভাব ফেলছে। এজন্য ইতিমধ্যেই আমরা গোটা দেশে পিইউবিজি গেমটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছি।’

ইতিমধ্যেই গোটা দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে (পিইউবিজি) স্ট্রিম করা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সন্দীপ।

আরো পড়ুন: সেলফি তুললে ৬ মাসের জেল, জরিমানা কোটি টাকা!

পিইউবিজি একটি অনলাইন ব্যাটেল গেম। এই গেমে একসাথে একাধিক খেলোয়াড় একটি দ্বীপের মধ্যে যুদ্ধ করে।

অধিকারি জানিয়েছেন, “অভিভাবকরা অভিযোগ করেছিলেন, এই গেমের ফলে শিশুরা কোন কাজে মননিবেশ করতে পারছে না। তাই নিষিদ্ধ করা হয়েছে এই গেম।”

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন