শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাকারবার্গের বেতন ৮৪ টাকা, নিরাপত্তায় ব্যয় একশ ৭০ কোটি টাকা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৮

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ এক ডলার করে বেতন নিয়ে থাকেন। বিগত তিন বছর ধরে মূল বেতন হিসেবে ফেসবুক থেকে তিনি এটি নিয়ে আসছেন। তবে জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তায় ফেসবুকের সবচেয়ে বেশি ব্যয় হয়। 

বর্তমানে বাংলাদেশি টাকায় ডলারের দাম হচ্ছে ৮৪ টাকা। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী।

শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর জাকারবার্গের নিরাপত্তায় ২.৬ কোটি মার্কিন ডলার ব্যয় করবে ফেসবুক। টাকায় এর পরিমাণ প্রায় একশত ৬৯ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। যা ২০১৭ সালের চেয়ে বেশি। ওই বছর এটি ছিল ৯০ লাখ ডলার। 

আরো পড়ুন: জেলেই ইসলাম গ্রহণ করলেন ৯ বন্দি

এছাড়া ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য আরও ২৬ লাখ ডলার পেয়ে থাকেন জাকারবার্গ। বিমানের খরচও তার সার্বিক নিরাপত্তার অংশ বলে জানিয়েছে ফেসবুক।

শুক্রবার সন্ধ্যায় ফেসবুকের শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭৯.০৭ মার্কিন ডলার। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় সমালোচনার মধ্যে রয়েছে ফেসবুক। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন