শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার হুয়াওয়ের ওপর গুগলের ‘নিষেধাজ্ঞা’

আপডেট : ২০ মে ২০১৯, ১২:০৫

এবার চীনা টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ের ওপর এক ধরনের ‘নিষেধাজ্ঞা’ জারি করলো গুগল। এখন থেকে গুগল হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে বেশ কিছু সেবার আর কোনো আপডেট ভার্সন দেবে না। খবর বিবিসির।  

প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে  নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না। 

ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এমন কোম্পানিতে তালিকাভুক্ত করেছে, যার সঙ্গে বাণিজ্য করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে। এরপরই গুগলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, তারা আদেশ মেনেই কাজ করছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে। 

তবে প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ওপেন সোর্স লাইসেন্স ব্যবহার করে এখনো সুযোগ সুবিধা পেতে পারবেন। সেইসঙ্গে যারা পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করছেন তারা সেটি চালিয়ে যেতে পারবেন।    

তবে এখন থেকে হুয়াওয়ে ব্যবহারকারীরা গুগল ম্যাপস ইউটিউব এসব জনপ্রিয় এ্যাপসগুলোর আপডেট ভার্সন ব্যবহার করতে পারবেন না। 

এদিকে এব্যাপারে এখন পর্যন্ত হুয়াওয়ের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। 

আরো পড়ুন: ব্রাজিলে পানশালায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১১

গত বুধবার ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকা’ ভুক্ত করে।

ইত্তেফাক/এসআর 

 

এ সম্পর্কিত আরও পড়ুন