শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৈশ্বিক ইস্যুতে পাত্তা পাচ্ছে না দেশে হুয়াওয়ের মোবাইল বিক্রি

আপডেট : ০১ জুন ২০১৯, ১৯:৪৬

হুয়াওয়ের মোবাইল নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। বাংলাদেশে মার্কেটে বৈশ্বিক ইস্যু পাত্তা পাচ্ছে না হুয়াওয়ের মোবাইল বিক্রিতে। ক্রেতারা হুয়াওয়ের প্রতি অবিচল আস্থা রেখেছেন। রাজধানী বিভিন্ন মোবাইল মার্কেট ঘুরে দেখা গেছে বরাবরের মতো এবারের ঈদ বাজারে হুয়াওয়ের বিক্রি ভালো। 

বাজার ঘুরে দেখা গেছে ঈদ উপলক্ষে অনেকেই নতুন পোশাকের পাশাপাশি নতুন মোবাইল ফোন কিনছে। অনেকই ক্যামেরা মানের ধরন দেখে মোবাইল ফোন পছন্দ করছে। মোবাইল ফোনের ক্যামেরা চেক করা জন্য ইবনে হাসান নামে এক ক্রেতা  হুয়াওয়ের নোভা মডেলে ফোনটি দিয়ে সেলফি তুলেন। নিজের তোলা সেলফি দেখে তিনি অবাক। প্রত্যাশার চেয়েও অনেক ভালো সেলফি উঠেছে জানিয়ে ইবনে হাসান বলেন, আমি ছবি তুলতে খুবই পছন্দ করি। তাই আমার পছন্দ ক্যামেরা ভালো সমৃদ্ধ মোবাইল। এক্ষত্রে নোভা থ্রি আই ফোনটিই আমার প্রথম পছন্দ।

আরো পড়ুন: ঈদের পোশাকের বদলে সন্তানের কাছে লাশ হয়ে ফিরলেন মা

বৈশ্বিক ইস্যুতে হুয়াওয়ের মোবাইল বিক্রিতে কোনো প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে যমুনা ফিউচার পার্কে এক্সপেরিয়েন্স শপের সেলস ম্যানেজার হারুন হাবিব জানান, হুয়াওয়ের ফোনে প্রতি মানুষের আস্থা রয়েছে। বৈশ্বিক ইস্যুর পরও হুয়াওয়ের মোবাইল ফোন বিক্রি বেশ ভালো হচ্ছে। আশা করি এ বছরের প্রত্যাশার চেয়ে হুয়াওয়ে মোবাইল আরও ভালো বিক্রি করতে পারবো। 

বসুন্ধরা সিটি শপিং মলে ৬ষ্ঠ তলা অবস্থিত নিক্কন টেলিকমের নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, হুয়াওয়ের প্রতি মানুষের এক ধরনের আস্থা রয়েছে। এই আস্থা এক দিনে তৈরি হয় নাই। এটি হুয়াওয়ের বহু দিনের সফলতার ফসল। বিশ্ব রাজনীতির কারণে এই আস্থা কমবে না বলেই আমার বিশ্বাস।

ব্যবহারকারীদের আস্থা তৈরি কারণ কি জানতে চাইলে নাজমুল হাসান জানান, হুয়াওয়ের ফোনের সবকিছুতেই ব্যবহারকারী খুশি। ব্যাটারি, ক্যামেরা, র‌্যাম-রমসহ কনফিগারেশন খুবই ভালো। বাজারে প্রচলিত মোবাইল ফোনের মধ্যে কনফিগারেশন অনুযায়ী কম দামে ভালো ফোনটি দিচ্ছে হুয়াওয়ে।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন