শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যাপল ছাড়ছেন আইফোনের ডিজাইনার জনি আইভ

আপডেট : ২৮ জুন ২০১৯, ১৯:৩২

ব্রিটিশ নাগরিক স্যার জনি আইভ দু দশকের বেশি সময় ধরে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেছেন। এখন তিনি নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সেই অ্যাপল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আইম্যাক, আইপড ও আইফোনের ডিজাইনার স্যার জনাথন (জনি আইভ) এ বছরের শেষের দিকেই অ্যাপল ছাড়ে লাভফ্রম নামে একটি ক্রিয়েটিভ ফার্মের কাজ শুরু করবেন। তবে মজার ব্যাপার হলো এই ফার্মটির প্রথম গ্রাহক হতে যাচ্ছে অ্যাপল নিজেই। অ্যাপল বস টিম কুক বলেছেন, ‘অ্যাপল পুনরুজ্জীবনে তার ভূমিকা অতুলনীয়।’

স্যার জনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ত্রিশ বছর ও অসংখ্য প্রজেক্ট নিয়ে কাজ করার পর একটি চমৎকার ডিজাইনের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত।’

আরও পড়ুন: স্ত্রী প্রিয়াঙ্কাকে বাঁচালেন স্বামী নিক জোনাস

এদিকে তার নতুন ফার্ম লাভফ্রম সম্পর্কে এখনো তেমন কিছু বিস্তারিত জানানো হয়নি। তবে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিশেষ প্রযুক্তি নিয়ে কাজ করবে বলে জানা যাচ্ছে। একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে অ্যাপল থেকে নিজের বিদায়ের খবর দিয়েছেন স্যার জন আইভ। সেখানে তিনি বলেছেন অ্যাপলে তার সহকর্মী মার্ক নিউসনও তার সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। নতুন প্রতিষ্ঠান তার ডিজাইনের বাইরেও অনেক কিছু নিয়ে কাজ করবেন বলে বলেছেন তিনি।

স্যার জনাথন ১৯৯৬ সালে অ্যাপল ডিজাইন স্টুডিরও প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন। তখন কোম্পানির অবস্থা ছিলো খারাপ এবং রীতিমত কর্মী ছাটাই চলছিলো। ১৯৯৮ সালে তার ডিজাইন করা আইম্যাক দিয়েই সুদিনের পথে যাত্রা শুরু করে অ্যাপল। ২০০১ সালে আইপড নিয়ে আসেন তিনি এবং সেটিতেও রমরমা ব্যবসা হয়। অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস স্যার জনাথন সম্পর্কে বলেছিলেন, ‘অ্যাপলে আমার কোনা আধ্যাত্মিক পার্টনার থেকে থাকলে সেটি জনি।’

স্যার জনাথনের শেষ প্রকল্পগুলোর মধ্যে আছে অ্যাপলের নতুন সদরদপ্তর অ্যাপল পার্ক। অ্যাপল জানিয়েছে ডিজাইন টিম লিডার ইভানস হানকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

সাম্প্রতিক বিজনেস ইতিহাসে স্টিভ জবস ও স্যার জনাথনকে বলা হয় সবচেয়ে সফল ও সৃষ্টিশীল জুটি হিসেবে। নির্বাসন থেকে ফিরে জবস যখন অ্যাপল পুনরুজ্জীবনের দায়িত্ব নেন তখন জনি আইভ ছিলেন তুলনামূলক জুনিয়র। তাদের প্রথম সাফল্য ছিলো আইম্যাক। এরপর একে একে সফলতা নিয়ে আসেন আইপড, আইফোন ও আইপ্যাড বাজারজাত করার মাধ্যমে। স্টিভ জবসের মৃত্যুর পর অনেকে ভেবেছিলেন জনি আইভই হবেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা।

মজার বিষয় হলো টয়লেট ও টুথব্রাশের ডিজাইন দিয়ে কর্মজীবন শুরু করা ব্যক্তিটিই শেষ পর্যন্ত ডিজাইন করেন ইতিহাসের সবচেয়ে লাভজনক পণ্য আইফোনের। সূত্র: বিবিসি বাংলা।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন