শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যক্তিগত কথা শুনছে গুগল!

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৩:২৩

গুগল স্বীকার করে নিল, তারা আপনার ব্যক্তিগত কথাবার্তা শোনে। বেলজিয়ান পাবলিক ব্রডকাস্টার, ভিআরটি এই খবর প্রকাশ্যে আনে। তারা ডাচ ভাষায় রেকর্ড হওয়া কিছু অডিও প্রকাশ্যে আনে। তারপরেই গুগল স্বীকার করে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-অ্যাসিস্ট্যান্স রেকর্ড হওয়া কণ্ঠস্বর তারা শোনে।

ভিআরটি তাদের রিপোর্টে উল্লেখ করেছে, বেশিরভাগ ক্ষেত্রে সচেতনভাবে রেকর্ড করা কণ্ঠস্বর শোনে গুগল। কিন্তু তারা এমনও কথাবার্তা শোনে যা কখনো রেকর্ডই করা হয়নি। কিছু ক্ষেত্রে এই সব কথাবার্তার মধ্যে খুব সংবেদনশীল তথ্যও থাকে।

গুগলের প্রোডাক্ট ম্যানেজার অফ সার্চ ডেভিড মনসেস, কোম্পানির একটি ব্লকে স্বীকার করে নিয়েছেন, তাঁদের ভাষা বিশেষজ্ঞরা সারা বিশ্বে রেকর্ড করা এ সব কথা শোনেন। ভাষা প্রযুক্তি উন্নয়নের জন্য এটা করা হয় বলে তাঁর দাবি।

আরও পড়ুন: আরও একটি বড় প্রাচীর তৈরি করছে আমেরিকা

গুগলের দাবি, যে সমস্ত অডিও রেকর্ড হয় তার মাত্র ০.২ শতাংশই শোনা হয়। এই অডিও ক্লিপিংগুলো নাকি পরিচয় ছাড়াই রেকর্ড করা হয়। ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফলে তাঁদের ব্যক্তিগত তথ্য গোপন থাকে। সেই সঙ্গে আরো দাবি করা হয়েছে, যে কথাবার্তা রেকর্ড হয় তার পিছনে যে কথা বা শব্দ শোনা যায় সেগুলো ভাষা বিশেষজ্ঞরা শোনেন না।

ইত্তেফাক/নূহু

এ সম্পর্কিত আরও পড়ুন