শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘অনেক পথ পাড়ি দিতে হবে’

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:০৯

বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে আকাশ আর পাতাল পার্থক্য। আসলে বাংলাদেশ এই ফরম্যাটে একেবারেই নিচের সারির একটা দল। তারপরও সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেছিলো বাংলাদেশ। সিরিজ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, টি-টোয়েন্টিতে ভালো জায়গায় যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে দলকে।

 

নিজেদের দলের বৈশিষ্ট্যের কারণেই এই পথ পাড়ি দেয়াটা কঠিন বলে বলছিলেন অধিনায়ক, ‘টি-টোয়েন্টির কথা বললে আমার মনে হয়, আরও অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। আমরা ওইরকম দল না যে, আমাদের দলে অনেক বড় বড় বিগ হিটার আছে। আমাদের স্কিল হিটিংয়ের ওপর অনেক বেশি নির্ভরশীল হতে হয়। এসব নিয়ে আমরা কাজ করছি। যখন আমাদের গেম সেন্স বাড়বে এবং আমরা ধারাবাহিক হতে পারব তখন আমাদের ভালো করার সুযোগ আরো বাড়বে।’

 

শেষ ম্যাচে ভালো করতে না পারার অন্যতম কারণ দেখছেন রিয়াদ অল্প ব্যবধানে বেশ কয়েকটা উইকেট পতন, ‘দুবার পর পর দুই বলে দুটি করে উইকেট পড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হলে ওই জায়গা থেকে ফেরা অনেক কঠিন। এগুলো সাধারণত হয় না। তবে এই ম্যাচে হয়ে গেছে। খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। আপনি যদি তিন ম্যাচ বিশ্লেষণ করেন তাহলে দেখবেন, আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু টি-টোয়েন্টি খেলায় যদি আপনি একবার মোমেন্টাম হারান তাহলে সেটা ফেরত পাওয়া কঠিন। আমরা জেতার কাছাকাছি ছিলাম। কিন্তু ছয়-সাত বলের মধ্যে তিন-চার উইকেট হারিয়ে ফেলেছি। আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরকম ভুল না হওয়ার দিকে সতর্ক থাকতে হবে আগামীতে।’

 

সবমিলিয়ে রিয়াদের ধারণা তারা ধারাবাহিক হলে শেষ দুটো ম্যাচে এই ধরণের ভুল করতেন না তারা, ‘আমরা এখানে যখন এসেছি তখন হয়তো বা অনেকেই চিন্তা করেছে ৩-০ তে হারব। সেখানে আমরা প্রথম ম্যাচটা জিতলাম। হয়তোবা আমাদের আকাঙ্খা ছিল, পরিনি। আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা যে ভুলগুলো করেছি, বড় দলগুলো ধারাবাহিক ওই ভুলগুলো করে না।’

 

ইত্তেফাক/এএম