শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়ার্নারে রেকর্ডের পর ব্যাটিংয়ে দিশেহারা পাকিস্তান

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:২৬

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট  ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দিবারাত্রি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। জবাবে ব্যাট করতে নেমে ৯৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ফলো অন এড়াতে পাকিস্তানের করতে হবে আরো ২৯৩ রান।

 

 

শুক্রবার প্রথম দিন বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে।  ডেভিড ওয়ার্নার ১৬৬ ও লাবুশেন ১২৬ রানে অপরাজিত ছিলেন। ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ওয়ার্নার প্রথম পৌনে এক ঘণ্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলেন ডাবলে। এরপর ছুটেছেন ট্রিপলের দিকে। ২৮৯ থেকে ইফতিখার আহমেদকে চার মেরে পৌঁছে যান ২৯৩-এ। ডাবল ও সিঙ্গেল নিয়ে ২৯৬ রানে। এরপর আব্বাসকে চার হাঁকিয়ে তিনশ স্পর্শ করেন ৩৮৯ বলে। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করার সময় ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩৩৫ রানে।

 

প্রথম ইনিংসের জবাবে পাকিস্তানের শুরুটা ছিল বাজে। দলীয় ৩ রানে ওয়ার্নারের হাতে ক্যাচ দেন ইমাম। বোলার ছিলেন স্টার্ক। অধিনায়ক আজহার আলী বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। প্যাট কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দেন মাত্র ৯ রানে। আরেক ওপেনার শান মাসুদকে সাজঘরের পথ দেখান হ্যাজেলউড।

আরো পড়ুন : পদের লোভে শিক্ষা কার্যক্রম ছেড়ে লবিংয়ে ব্যস্ত শিক্ষকরা: রাষ্ট্রপতি

স্টার্কের আগ্রাসী বোলিংয়ে দ্রুত সাজঘরে ফেরেন আসাদ শফিক (৯), ইফতেকার আহমেদ (১০) ও মোহাম্মদ রিজওয়ান (০)। ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে অ্যাডিলেডে ব্যাকফুটে পাকিস্তান। বাবর আজম দিন শেষে ৪৩ রানে অপরাজিত। ৪ রানে অপরাজিত আছেন ইয়াসির শাহ।

 

 

ইত্তেফাক/ইউবি