বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এসএ গেমস

এসএ গেমস: আরচারিতে বাংলাদেশের তিন স্বর্ণ পদক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৪:২৯

গতকাল তিন তিনটি স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা আজও তিনটি স্বর্ণ পদক জিতে নিল বাংলাদেশের ছেলে-মেয়েরা। আরচারি থেকে এসেছে এই তিন পদক। ফলে রবিবারের সকালটা স্বর্ণ পদক দিয়েই শুরু হয় লাল-সবুজ দলের প্রতিনিধিদের।

আজ সকালে এসএ গেমসে প্রথমে পপোখারা স্টেডিয়ামের আরচারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে ৩-২ সেট পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।

এরপর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে হারান বাংলাদেশের তিন আরচার— ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়।

সবশেষ রিকার্ভ মিশ্র ইভেন্টে সোনা তুলে নেন বাংলাদেশের রোমান সানা ও ইতি খাতুন জুটি। ফাইনালে রোমান-ইতি জুটি ভুটান দলকে হারিয়েছে ৬-২ সেটে।

এবারের এসএ গেমসে কাঠমান্ডু ও পোখারায় বাংলাদেশ এখন পর্যন্ত ১০টি স্বর্ণ পদক জিতল।

এর আগে বাংলাদেশকে তায়কোয়ান্দো থেকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন দিপু চাকমা। এরপর কারাতে থেকে স্বর্ণ পদক জেতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। এরপর শনিবার মাবিয়া আক্তার, জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জেতেন।


ইত্তেফাক/জেডএইচ