শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ভালো পারিশ্রমিক পেতে খেলোয়াড়দের মানও বাড়াতে হবে’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি খেলোয়াড়রা সবসময় প্রাপ্য সম্মান ও সম্মানী পান না। এ নিয়ে কিছু দিন আগে ক্রিকেটারদের আন্দোলনে একটা বিশেষ দফাও ছিল। সেই ব্যাপারটা খুব বাস্তবায়িত হয়েছে এই বিপিএলে তা নয়। দেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, আগামী বছর থেকে এই বৈষম্য আরো কমে আসবে। তবে তিনি একই সঙ্গে মনে করেন, দেশি খেলোয়াড়দের ভালো পারিশ্রমিক পেতে গেলে তাদের খেলার মান আরো বাড়াতে হবে।

 

নিজেদের প্রত্যাশিত পারিশ্রমিক না পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে মুশফিক বলছিলেন, তারা এবার বিসিবি থেকে আশ্বাস পেয়েছেন আগামীবার থেকে এটা ঠিক হবে, ‘আমরা সবসময় প্রত্যাশিত পারিশ্রমিক পাই না। আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা সেভাবে আশ্বস্ত করেছেন। নেক্সট থেকে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাব বলে আশা করি। আমরা সারাবছর খেলি, তার পরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি যারা শুধু টি-টোয়েন্টি খেলে। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বে সব লিগে কিন্তু লোকাল খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পান।’

 

তবে বেশি পারিশ্রমিক পেতে গেলে স্থানীয় খেলোয়াড়দের যে আরো ভালো পারফরম করতে হবে, সেটা মুশফিক স্বীকার করলেন। আরেকটা ব্যাপার বললেন, পারিশ্রমিক বাড়ালে আমার দল না পাওয়ার সমস্যা তৈরি হতে পারে, ‘আমাদের নিজেদের খেলার মানটাও বাড়াতে হবে। আমি আশা করব আমরাও যাতে এবার ভালো খেলা দেখাতে পারি যাতে করে আমাদের বেতনটা বৃদ্ধি পাই। আর পারিশ্রমিক বেশি হলেই যে আপনি টিম পাবেন তা নয়। এ বছর দেখেন অনেক ভালো ভালো খেলোয়াড়ও টিম পাননি। আমার মনে হয় সে দিকটা বিবেচনা করেই আমাদের এগুলো ঠিক করা উচিত।’

 

আগামী বছর থেকে বিপিএল আগের মতো ফ্রাঞ্চাইজিভিত্তিক করার দাবি ছিল ক্রিকেটারদের। মুশফিক বলছেন, সেটারও আশ্বাস পেয়েছেন তারা, ‘হ্যাঁ আমরা আশ্বাস পেয়েছি। আর এটা পরের বিপিএল থেকেই হবে। এবারেরটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। সুতরাং এটি মাঠে গড়াচ্ছে সেটিই আমাদের জন্য অনেক বড়ো ফ্যাক্ট। পরের বছর থেকে সব ঠিক হয়ে যাবে এমনটা আশ্বাসই আমরা পেয়েছি। আর যেটা বললেন, বিদেশি প্লেয়ারদের সঙ্গে ডিফারেন্সটা যাতে কম হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। রিভিউ করা উচিত তাদের জন্যও ভাবা উচিত কারণ টপ প্লেয়ার হয়তো চার জন বা পাঁচ জন আছেন। কিন্তু ৫০ থেকে ৬০ জন আছে যারা প্রতি বছর দারুণ পারফরম করে যাচ্ছে। ইভেন বিপিএলে অনেক ভালো খেলে। আমি যদি বলি শফিউল, তাইজুল, রাহি এরা সবাই ভালো খেলেছ; যারা কি না বি কিংবা সি তে আছে। এদের দিকটা দেখলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্যেই ভালো হবে।’

 

ইত্তেফাক/এএম