বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শুরুটা ভালো করতে চায় ঢাকা-রাজশাহী

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৩০

এবার বিপিএলে অনেকেই সেরা দুটো দল মনে করছেন ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালসকে। আজ বিপিএলের দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। আর দুই দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের সামনে আসা এনামুল হক বিজয় ও আফিফ হোসেন ধ্রুব বললেন, তারা শুরুটা ভালো করতে চান।

 

বিজয় বলছিলেন, তারা অন্য দলগুলোকে নিয়ে চিন্তা করছেন না। তারা নিজেদের সেরা খেলাটা খেলা নিয়েই ভাবছেন, ‘আমরা নিজেদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করছি এবং সবাই সেটা নিয়েই আলোচনা করছি। নিজেরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে ভূমিকা রাখার। আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক বড়ো একটা সুবিধা আমাদের জন্য। এ কারণে আমাদের বাইরের চিন্তা একটু কম।’

 

ঢাকার একটা বড়ো সুবিধা হলো, দলে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন। বিজয় বলছিলেন, এটা দলকে অনেক এগিয়ে দেবে, ‘অভিজ্ঞ ক্রিকেটার থাকা খুবই জরুরি। আমাদের আরো কিছু সিনিয়র ক্রিকেটার আছে। সিনিয়র বিদেশি ক্রিকেটারও আছে। প্রতিটা দলের জন্যই এটা গুরুত্বপূর্ণ সিনিয়র কিছু প্লেয়ার থাকা। তাদের মতো এত বড়ো প্লেয়ার থাকা মানে তো অবশ্যই দলের জন্য বুস্ট আপ। এমন দলে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার, দারুণ অভিজ্ঞতা হবে আশা করি।’

 

এমনিতে বিজয় ওপেনার হিসেবেই খেলেন। তবে দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত বলে বলছিলেন, ‘আমি দলের জন্য যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত। কিন্তু ওপেনার হিসেবে সবসময়ই চাওয়া থাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু দল যেখানে বলবে সেখানে খেলতেই রাজি আছি।’

 

অন্যদিকে রাজশাহীর তরুণ অলরাউন্ডার আফিফ বলছিলেন, তিনি আগের বিপিএলগুলোতে যে ভুল করেছেন, সেগুলো না করে নিজের সেরাটা দিতে চান, ‘প্রতিটি ম্যাচে ভালো পারফরম করতে চাই। নিজের সেরাটা দিতে চাই। আগে যে বিপিএলগুলো খেলেছি, সেখানে যে ভুলগুলো করেছি, ঐ ভুলগুলো আর না করে আরো ভালো পারফরম করার আশা করছি।’

 

আফিফ মনে করেন, এবারে তাদের ভালো করার বড়ো শর্ত আজকে ভালো খেলা। তারা ভালো একটা শুরু চান, ‘টুর্নামেন্টে মোমেন্টাম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। শুরুটা ভালো করতে পারলে টুর্নামেন্ট ভালো যায় সব দলেই। আমরা আশা করছি, ভালো শুরু করতে। আমাদের দল ভালো, কম্বিনেশন ভালো। সবাই একসঙ্গে পারফরম করে ভালো কিছু করতে চাই।’

 

আফিফদের নেতৃত্ব দেবেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার দিকে খুব করে চেয়ে আছেন দলের তরুণরা,‘এরকম একজন বিশ্বমানের ক্রিকেটারকে আমরা অধিনায়ক হিসেবে পেয়েছি, আমরা খুবই সৌভাগ্যবান। ওর মতো একজন ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারব, এগুলো শেখার চেষ্টা করব। ওর হাত ধরে আমরা যেন পুরো টুর্নামেন্টে ভালো করতে পারি, সেই আশা করব।’

 

ইত্তেফাক/এএম