শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রহমতউল্লাহ-রুশো ঝড়ে কুপোকাত চট্টগ্রাম

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

জয় দিয়ে বিপিএল শুরু করলো খুলনা টাইগার্স। রহমতউল্লাহ গুড়বাজ ও রাইলি রুশোর অসাধারণ ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। 

টসে জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের সিমন্স-ওয়ালটন জুটি শুরুটা ভালোই করে। ৬ ওভার ৩ বলে ৪৫ রান করে এই জুটি। ব্যক্তিগত ২৬ রান করে সিমন্স বিদায় নিলে আগের ম্যাচ জয়ের নায়ক ইমরুল কায়েস ক্রিজে আসেন। তবে রানের চাকা আর সচল রাখতে পারেনি তিনি। মাত্র ১২ রান করেই বিদায় নেন ইমরুল। শেষের দিকে মুক্তার আলির ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সমর্থ হয় চট্টগ্রাম। 

আরও পড়ুন: আসামে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৩

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের চতুর্থ বলে শান্তর উইকেট হারায় খুলনা। তবে উইকেট হারিয়েও দমে না গিয়ে পাল্টা আক্রমণ করেন গুড়বাজ ও রুশো। মাত্র ৬ ওভারেই ৭৪ রান তুলে এই জুটি। আউট হওয়ার আগে ১৯ বলে ৫০ রানের এক নান্দনিক ইনিংস খেলেন রহমতউল্লাহ। অধিনায়ক মুশফিককে সাথে নিয়ে বাকি কাজটুকু সারেন রুশো। জয়ের পথে খেলেন ৩৮ বলে ৬৪ রানের ইনিংস। মুশফিক করেন ২২ বলে ২৮ রান। 

ইত্তেফাক/এসইউ