শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান সফরে ক্রিকেটারদের জোর করবে না বিসিবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি। তবে পাকিস্তান সফরে ক্রিকেটারদের জোর করা হবে না। শনিবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটিই জানালেন।

বিসিবি সভাপতি বলেন, ‘প্লেয়াররা না যেতে চাইলে যাবে না। এখানে জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। এখন পর্যন্ত এটা আমাকে যদি জিজ্ঞাসা করেন কাউকে জোর করে খেলতে পাঠানোর কোন প্রশ্নই ওঠে না। বিকল্প টিম পাঠাবো না কি করবো সেটা নিয়ে কথা বলার এখন দরকার নেই। এসব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘এর আগে আমাদের দুটো দল গিয়েছে। মেয়েদের একটা দল গিয়েছে, ছেলেদের একটা দল গিয়েছে। জাতীয় দলের জন্য ছাড়পত্রটা আমরা এখনো পাইনি। আমরা ধরে নিচ্ছি যে নিরাপত্তা ছাড়পত্র আমরা পাবো। যেহেতু আমরা এখনো তাদের সিদ্ধান্তটা পাইনি, তারা গিয়ে দেখেছেন। যখন আমরা হাতে পাবো তারপর সিদ্ধান্ত নিতে পারবো।’

ইত্তেফাক/জেডএইচ