শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লেগ স্পিনারে দৃষ্টি বিসিবির

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে ইতোমধ্যে শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিবিপিএল)। চলমান এই লীগে অংশগ্রহণকারী স্থানীয় লেগ স্পিনারদের উপর নিবিড় নজর রাখছে বোর্ড। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ টি-২০ স্কোয়াড গঠনের মঞ্চ হিসেবে বিবিপিএলকে আমলে নেওয়া বিসিবি বিশেষভাবে নজর দিচ্ছে রিস্ট স্পিনারদের উপর। তাদের বিবেচনায় অস্ট্রেলিয়ার বিশাল মাঠে লেগ স্পিনাররাই বেশি সুবিধা আদায় করতে সক্ষম হবে।

বোর্ড ইতোমধ্যে দলগুলোকে স্কোয়াড গঠনের সময় ১৪০ কিমি বেগে বল করতে সক্ষম এমন পেসার ও অন্তত একজন করে লেগ স্পিনারকে অন্তর্ভুক্ত করার জন্য বলেছে। বিসিবির পরামর্শ মতে কয়েকটি দল তাদের স্কোয়াডে একজন করে লেগ স্পিনার অন্তর্ভুক্ত করেছে। আর বিসিবি তাদের উপর নজর রাখছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমার জানা মতে কুমিল্লা ছাড়া বাকী সবগুলো দলই লেগ স্পিনারদের খেলাচ্ছে। কুমিল্লায় মুজিব উর রহমান আছেন, তিনি খুবই ভাল অফ-স্পিনার। আমি এ পর্যন্ত লীগের সবগুলো খেলাই দেখেছি। দুই একটি ম্যাচ হয়তো দেখতে পারিনি। সেখানে লেগ স্পিনাররা খেলেছে। অংশ নিয়েছে অলক কাপালীও।’

নিয়মিতভাবে লেগ স্পিনার খেলানোর মাধ্যমে বাংলাদেশের ব্যাটসম্যানরাও নিয়মিতভাবে তাদের মোকাবেলা করার সুযোগ পাবে। কারণ এ ধরনের স্পিনারদের মোকাবেলা করতে গিয়েই ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলে। পাপন বলেন, ‘এই টুর্নামেন্টে দেশের তিনজন লেগ স্পিনার খেলছে। অলক কাপালী আমাদের নিয়মিত খেলোয়াড় নয়। আমরা যদি তাকে বাদ দিই তারপরও আমাদের হাতে রয়েছে বিপ্লব, রিশাদ ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।’

বোর্ড প্রধান বলেন, ‘এই তিনজনের মধ্যে বিপ্লব ভাল বল করছে। আফ্রিদি ও রিশাদও ভাল করছে। এখনই তাদের সম্পর্কে বেশি কিছু বলা যাচ্ছে না। কিন্তু তারা আমাদের নজরে আছে। আশা করি তারা ভাল করবে এবং দল গঠনে বিকল্প হয়ে উঠবে। যাদেরকে আমরা এই টুর্নামেন্টে খুঁজে বেড়াচ্ছি।’

বাসস

ইত্তেফাক/জেডএইচডি