শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বোলিং কোচ হলেন গিবসন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৮:০৪

বিপিএলে কুমিল্লার কোচ হিসেবে এসে তিনি নিজেই বলে গিয়েছিলেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বোলিং কোচ হিসেবে বিবেচনায় আছেন তিনি। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গতকাল রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল, জাতীয় দলের নতুন বোলিং কোচ হচ্ছেন ওটিস গিবসন

৫০ বছর বয়সি সাবেক এই ক্যারিবিয়ান কোচকে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি। এ মাসেই শুরু হতে যাওয়া পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার নিয়োগের খবর জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘তিনি আমাদের দলে অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসছেন। তার সারা বিশ্বে খেলা ও কোচিং করানোর অভিজ্ঞতা আছে। তিনি বাংলাদেশের ক্রিকেটকে কাছ থেকে দেখেছেন। আমি নিশ্চিত যে, বাংলাদেশ দলের কোচিং দলে তিনি একজন মূল্যবান সংযোজন হবেন।’

আরও পড়ুন: সিরিজ জিততে চায় বাংলাদেশ

কোচ হিসেবে অত্যন্ত হাই প্রোফাইল মানুষ এই ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা এই ক্যারিবিয়ান ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। এরপর ২০১০ সালে ফিরে যান নিজের দেশের দায়িত্ব নিতে। ২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি। সে বছরই আবার ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে গিবসনকে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। গেল বছর বিশ্বকাপের ব্যর্থতার জের ধরে আর গিবসনের মেয়াদ বাড়ায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তখন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের প্রধান কোচ হওয়ার একটা গুঞ্জন ছিল। তবে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে তার ব্যাটে বলে হয়নি।

ইত্তেফাক/এসইউ