মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মশ্রী পেলেন জহির খান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০১:৪৭

খেলাধুলায় বিশেষ অবদান রাখার জন্য গতকাল ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ পেয়েছেন সাবেক ভারতীয় পেসার জহির খান। ২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার আগে ভারতের জার্সিতে অন্যতম সফল পেসার ছিলেন জহির।

 

২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জহির ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন। টেস্ট ক্যারিয়ারে ৩১১টি উইকেট নিয়ে ভারতের হয়ে কপিল দেবের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক জহির। ওয়ানডেতে তার উইকেট ২৮২টি, যা ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ।

 

২০০০ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় জহিরের। এরপর টানা ১৩ বছরের ক্যারিয়ারে ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।

 

ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন