শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তড়িঘড়ি শুরু হচ্ছে বিসিএল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৪:৪০

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টুর্নামেন্টের মাত্র দুই দিন আগে গতকাল চূড়ান্ত হলো চার দলের খেলোয়াড়ের তালিকা। মাত্র দুই দিনের প্রস্তুতি নিয়েই শুরু হবে এবারের বিসিএল।

এই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না বলে তার বদলে বিসিএল অনুষ্ঠিত হচ্ছে এই সময়ে। অবশ্য প্রথম রাউন্ডসহ আরো একটি রাউন্ডে এবার জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে বিসিএলে। তাই বাড়তি একটু উত্তেজনার রসদ আছে বটে। তবে তার চেয়ে অনেক বেশি আছে প্রশ্ন। উত্তর যদিও মিলছে সামান্যই।

এবার বিসিএলে দল পাননি দেশের সফলতম প্রথম শ্রেণির ব্যাটসম্যান তুষার ইমরান। দেশের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক এই ব্যাটসম্যানের নাম গতকালের ড্রাফটেই রাখা হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি ফিটনেস টেস্টে মান উতরাতে পারেননি। কিন্তু তুষার ইমরানের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সেখানেও তাকে আগে থেকে জানানো হয়নি। হঠাত্ করে অংশ নিতে হয়েছে বলে বিপ টেস্টে কাঙ্ক্ষিত স্কোর করতে পারেননি তুষার।

এদিকে এবার বিসিএলে দুটি দল থাকছে বিসিবির হাতে। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই লিগের শুরু থেকেই চার দলের একটির কোনো ফ্রাঞ্চাইজি ছিল না। বিসিবিই পরিচালনা করছে উত্তরাঞ্চল দলটি। এবার বোর্ডের তত্ত্বাবধানে থাকছে দক্ষিণাঞ্চল দলটিও। এই দলের ফ্রাঞ্চাইজি প্রাইম ব্যাংক এবার ছেড়ে দিয়েছে দায়িত্ব।

আট বছরেও বিসিবি নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিকে টানতে পারেনি, উলটো পুরোনো একটি সরে গেছে। জাতীয় লিগ দুই স্তরে হচ্ছে বলে কমে গেছে ম্যাচ। যদিও যে যুক্তিতে দুই স্তরে ভাগ করা, সেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ থাকে সামান্যই। এবার বিসিএলও নামিয়ে আনা হলো সিঙ্গেল লিগে। ডাবল লিগ হলে ছয়টি করে ম্যাচ পেতেন ক্রিকেটাররা। ফাইনাল থাকলে আরো একটি। এবার সেখানে ম্যাচ কেবল তিনটি করে। ফাইনালে খেলা দুই দল পাবে চারটি করে ম্যাচ।

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের দুই টুর্নামেন্টের মধ্যে এটিকেই মনে করা হয় বেশি মানসস্পন্ন। সেই লিগে দলগুলো খেলবে কেবল দুই দিনের প্রস্তুতি নিয়ে।

বিসিএলের দলগুলো

বিসিবি দক্ষিণাঞ্চল :

ধরে রাখা : আব্দুর রাজ্জাক, আল আমিন হোসেন, এনামুল হক, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম।

ড্রাফটে নেওয়া : মাহমুদউল্লাহ, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান, আল আমিন, নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল :

ধরে রাখা : ইমরুল কায়েস, আবু জায়েদ চৌধুরী, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল,

ড্রাফটে নেওয়া : রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রিয়াজুর রহমান, তানভির ইসলাম, ইমরান উজজামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, মোহাম্মদ আশরাফুল।

ওয়াল্টন মধ্যাঞ্চল :

ধরে রাখা : সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরাফাত সানি, শহিদুল ইসলাম।

ড্রাফটে নেওয়া : মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলী, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ নাঈম শেখ, আব্দুল মজিদ, ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আকবর আলী, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।

বিসিবি উত্তরাঞ্চল :

ধরে রাখা : আরিফুল হক, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিক, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন।

ড্রাফটে নেওয়া : রনি তালুকদার, সুমন খান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন সাকিল, জহুরুল ইসলাম, তানবীর হায়দার খান, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী, মুক্তার আলী।

ইত্তেফাক/আরকেজি