শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বর্ণবাদী আচরণের প্রতিবাদে মাঠ ছাড়লেন পোর্তে স্টাইকার মারেগা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

ভিটরিয়ার বিপক্ষে খেলার সময় দর্শকরা বর্ণবাদী বলে আওয়াজ তুললে খেলা বাদ দিয়ে মাঠ ছেড়েছেন পোর্তো স্টাইকার মূসা মারেগা। পর্তুগালের প্রাইমিরা লিগায় হোম দল ভিটরিয়া গুইমারেসের বিপক্ষে ২-১ গোলে জয়ের সময় এই ঘটনা ঘটে। 

রবিবার ম্যাচ চলাকালীন সময় ভিটরিয়ার ২৮ বছর বয়সী মালিয়ান ফরোয়ার্ড একটি গোল করে মূসার ত্বকের দিকে ইঙ্গিত করে বানরের আওয়াজ করে গোলটি উৎযাপন করেন। এমন আচরণের পর তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়।

পরিস্থিতি সামাল দিতে পোর্তো কোচ সার্জিও কনসেইসো মাঠে নেমে মারেগার সাথে কথা বলেন এবং তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন।মাঠের ভিতর এমন আচরণের কারণে কোচ সার্জিও বলেন, এ ব্যাপারে আমরা ক্ষুব্ধ।আমরা সকলেই এখানে একটি পরিবার। আমরা সকলের শ্রদ্ধার প্রাপ্য। এখানে যা ঘটেছে তা দু;খজনক। 

দর্শক এবং ম্যাচের অফিসিয়াল কর্মকর্তাদের উদ্দেশ্যে মারেগা তার ইন্সটাগ্রামে লেখেন, ‘আমি ম্যাচ রেফারিকে ধন্যবাদ জানাই। কারন তিনি আমাকে রক্ষা না করে আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।আমি আশা করবো তোমাকে আর কোনদিন ফুটবল মাঠে দেখবো না। তুমি সবার লজ্জার কারন।’

ইত্তেফাক/এসআই