শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভেট্টোরির মেয়াদ বাড়াতে চায় বিসিবি স্পোর্টস

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৯

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে চুক্তিটা বদলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে ভেট্টোরি প্রাথমিকভাবে একমত হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষ আলোচনায় একমত হলে তার ১০০ দিনের চুক্তিকে আরো বেশ কিছুদিনের জন্য বাড়ানো হবে।

২০১৯ সালে সুনীল যোশী চলে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলে স্পিন কোচ হিসেবে যোগ দেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ভেট্টোরি। তার সঙ্গে বর্তমানে বিসিবির চুক্তি মোট ১০০ দিনের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত এই ১০০ দিন কাজ করার কথা তার। এ জন্য প্রতিদিন তিনি আড়াই হাজার ডলার পান। কিন্তু বোর্ড মনে করছে তার আরেকটু বেশি সার্ভিস দলের জন্য দরকার। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ভেট্টোরির হাতে এই মুহূর্তে সময়ও আছে। তাই এদিন সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা একমত হতে পেরেছেন। তারা চান ড্রেসিংরুমে ভেট্টোরির উপস্থিতি বাড়ুক।

আরো পড়ুন : মেসিদের সঙ্গে বৈঠকে সভাপতি

ভারতের বিপক্ষে সিরিজটা ছিল ভেট্টোরির প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি ছিলেন না। আবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

ইত্তেফাক/ইউবি