শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৪ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৮

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে সেট হয়ে গেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। নতুন দিনেও ছন্দময় ব্যাটিং উপহার দিচ্ছেন তারা। জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো তোপ দাগাচ্ছেন এ জুটি। ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। তবে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম তিন অংক ছোঁয়া ইনিংস। ডোনাল্ড তিরিপানোকে বাউন্ডারি মেরে এ তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। সেই সঙ্গে তামিমকে স্পর্শ করলেন মুমিনুল।

ক্রিকেটের অভিজাত সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। এদিন দুর্দান্ত শতক দিয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন মুমিনুল। ক্রিকেটের লংগার ভার্সনে এখন পয়েট অব ডায়নামোর সেঞ্চুরি সংখ্যাও ৯টি।

পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে ২২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। তিনি ৫৭ রান নিয়ে ব্যাট করছেন। মুমিনুল ১০২ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এরই মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন তারা।

আরও পড়ুন: দুই হাত নেই, পায়ে লিখে ছনিয়া দিচ্ছে এসএসসি পরীক্ষা

আগের দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে খেলার গোড়াপত্তন করেন। নেমে স্বচ্ছন্দে খেলতে থাকেন তারা। দলীয় এ সংগ্রহের পথে তামিম ইকবালের অবদান ৪১ রান। আর ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (আগের দিন ২২৮/৬) (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, এনদিলোভু ০, টিসুমা ০, নিয়াউচি ৬*; এবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ২৪-৬-৭১-৪, নাঈম ৩৮-৯-৭০-৪, তাইজুল ২৭.৩-১-৯০-২)।

ইত্তেফাক/বিএএফ