বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেনিসকে বিদায় বললেন শারাপোভা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৯

টেনিসকে বিদায় জানালেন ‘গ্ল্যামার গার্ল’ মারিয়া শারাপোভা। পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন এই রুশ তারকা। ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে লেখা প্রতিবেদনের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের ইতি টানেন। তার বিদায়ে লাখো ভক্তের ‘হৃদয় ভাঙলেন শারাপোভা’। 

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন খেতাব জিতে নিয়েছিলেন শারাপোভা। তার ঠিক দুই বছর পরে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনেও শেষ হাসি হাসেন শারাপোভা।

বিদায় বেলায় ফেলে আসা দিনের কথা উল্লেখ করে শারাপোভা লিখেছেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমি বাবার সঙ্গে ফ্লোরিডা চলে আসি। যখন টেনিস খেলতে শুরু করি তখন নেটের উল্টো দিকে দাঁড়ানো সব মেয়েরাই আমার থেকে বয়সে বড় ছিল। টেনিসই আমাকে পরিচিতি দিয়েছিল।’

তার বিদায়ে হৃদয় বিধায়ক টুইট করেছেন অনেকেই।

ইত্তেফাক/এসআই