শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা আতঙ্কে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৫:১৫

চ্যাপেল-হ্যাডলি ট্রফির তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৩ মার্চ) দর্শক-শূন্য মাঠে অস্ট্রেলিয়া জয় লাভ করলেও পরের দুই ম্যাচ আর নির্ধারিত তারিখে খেলা হচ্ছে না। করোনা ভাইরাস ধীরে ধীরে ভয়ংকর আকার ধারণ করায় সিরিজের বাকি দুই ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশ সময় রবিবার ভোরে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার কথা ছিলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।  করোনাভাইরাসের কারণে সিরিজের বাকি দুই ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। 

করোনার সংক্রমণ ঠেকাতে রবিবার মধ্যরাতের পর অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে প্রবেশকারী প্রত্যেককে অন্তত ১৪ দিনের জন্য স্ব-বিচ্ছিন্নতায় যাওয়ার নির্দেশ দিয়েছে। যার ফলে সিরিজের বাকি দুই ম্যাচ না খেলেই দেশে ফিরছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।  

এরই মধ্যে করোনার সংক্রমণকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার ফলে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। এ মাসের ২৪, ২৭ ও ২৯ তারিখে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো দু'দলের।

ইত্তেফাক/এসআই