বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অসহায়দের পাশে দাঁড়ালো বাফুফে

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১১

মরণ ব্যাধি করোনা ভাইরাসের কারণে স্থবির বিশ্ব। দিন দিন মৃত্যুর মিছিল বাড়ছেই।  লকডাউন বা কারফিউ জারি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশেও চলছে ১০ দিনের সাধারণ ছুটি। এ অবস্থায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষদের। তাদের সহায়তায় এগিয়ে আসছেন দেশের অনেক সংগঠন, জনপ্রিয় তারকারা।

দেশের এমন ক্লান্তিলগ্নে অসহায়দের পাশে দাঁড়িয়েছে অনেক সংগঠন ও তারকা খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট দলের ২৭জন খেলোয়াড় তাদের এক মাসের বেতনের অর্ধেক অনুদান হিসেবে তুলে দেবেন দেশের অসহায়দের জন্য। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ও ক্রিকেটার সহযোগিতায় এগিয়ে এসেছেন।

এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়ালো। করোনা ভাইরাসের কারণে কঠিন পরিস্থিতিতে প্রতিদিন দুপুরে ৩০০ জন অসহায়-দুঃস্থ মানুষকে খাবার সরবরাহ করবে বাফুফে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।

ইত্তেফাক/এসআই