শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লিগ বাতিলের পক্ষে কেইন-ফার্ডিন্যান্ড

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৯:২৫

করোনা ভাইরাসের কবলে পড়ে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ ফের কবে মাঠে ফিরবে তার কোনো সম্ভাবনাই আপাতত চোখে পড়ছে না। যদি চলমান অবস্থা কাটিয়ে মাঠে ফিরতে আরো বেশি দেরি হয়ে যায় তাহলে লিগ বাতিলই করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেইন। বৃহত্তর স্বার্থে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ডও মনে করেন লিগ বাতিল করে নতুন মৌসুম শুরুই শ্রেয়।

 

বৈশ্বিক এই মহামারির কারণে শুরুতে ৩ এপ্রিল পর্যন্ত লিগ স্থগিত করা হলেও পরে সেটা বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। ইংল্যান্ডের করোনা পরিস্থিতি এপ্রিলের শেষেও প্রিমিয়ার লিগের শুরু হওয়ার পক্ষে কোনো আশা যোগাতে পারছে না।

 

টটেনহ্যাম তারকা কেইন সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি জানি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ মৌসুম শেষ করার প্রাণপণ চেষ্টাটাই করবে। কিন্তু একটা সীমারেখা থাকা জরুরি যখন বলতে হবে যথেষ্ট অপেক্ষা হয়েছে। আমার মনে হয় জুনের শেষই হচ্ছে সেই সীমা।’

 

ইউরো ২০২০ এক বছর পিছিয়ে যাওয়ায় জুন-জুলাইয়ে ফাঁকা সময় পাবে লিগগুলো। সে সময়ে লিগ শেষ করারও একটা প্রস্তাবনা আছে। তবে কেইন মনে করেন তাতে সামান্যই লাভ হবে। ইংল্যান্ড অধিনায়কের ভাষ্য, ‘জুলাই কিংবা আগস্টে খেলা আর পরের মৌসুমটাকে পিছিয়ে দিলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। অবশ্য আমি পর্দার পেছনের গল্প কিংবা আর্থিক দিকটার কথা জানি না মোটেও। যদি জুন মাসের শেষে লিগ শেষ না হয় তাহলে বিকল্প ব্যবস্থায় দেখতে হবে আমাদের এবং পরের মৌসুম নিয়েই ভাবতে হবে।’

 

এদিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্ডিন্যান্ডও কথা বললেন কেইনের সুরেই। তিনি বলেন, ‘ফুটবল কেবলই একটা খেলা, ব্যাপারটা মনে রাখতে হবে। এই মুহূর্তে একে আমরা যতো গুরুত্ব দিয়ে দেখব ততোই সমাজ থেকে ছিটকে যেতে থাকব।’

 

ইংল্যান্ডের করোনা পরিস্থিতির কথা ভেবে লিগ বাতিলের পক্ষে মত দিয়েছেন তিনি, ‘এ ব্যাপারে আমি নিশ্চিত যে আগামী কয়েক সপ্তাহে ব্যাপারটা রাতারাতি বদলে যাবে না। আর যদি তাই হয় তাহলে মৌসুমটা বাতিল করে পরবর্তী মৌসুম থেকে শুরু করা উচিত।’

 

ইত্তেফাক/এএম