শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আর্থিক ক্ষতি সামাল দেবে ফিফা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০০:৫৬

করোনা ভাইরাসের প্রকোপে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলাঙ্গন। বার্সেলোনা, জুভেন্তাসের মতো ক্লাবগুলো ফুটবলারদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ছোটো ছোটো অনেক ক্লাব এই ধাক্কায় দেউলিয়াও হয়ে যেতে পারে।

এই বিপদে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফিফা জানিয়েছে, ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশনসহ পেশাদার, অপেশাদার, তৃণমূল পর্যায়েও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। ফিফার বর্তমান রিজার্ভ প্রায় ৩ বিলিয়ন ডলার। সেখান থেকে সহযোগিতা দেওয়া হবে বিশ্ব জুড়ে।

ফিফার পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, ‘ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। এই কঠিন সময়ে তা থেকে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে সেটি মূল্যায়ন করে বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতা করার প্রক্রিয়া হাতে নিয়েছে ফিফা।’

ইত্তেফাক/এসআই