শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহামারী করোনার মধ্যেও ফুটবলের মৌসুম শুরু করলো তাজিকিস্তান

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৫:৪৬

করোনা ভাইরাস মহামারীতে যখন বিশ্বের বড় বড় ক্রীড়া আসর বন্ধ ঘোষণা করা হয়েছে ঠিক সেই সময়  ফুটবলের নতুন মৌসুম শুরু করলো মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। তাজিক সুপার কাপে শনিবার দর্শকশূন্য মাঠে খুজান্দকে ২-১ গোলে হারায় লিগ চ্যাম্পিয়ন ইস্তিকলল। 

করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া সঙ্কটের মাঝেও ফুটবল চালিয়ে যাচ্ছে বেলারুশ, নিকারাগুয়া ও বুরুন্ডি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাজিকিস্তানের জনগণকে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে সতর্ক করেছে। যদিও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিতে এখনো কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

দেশটির রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে মৌসুমের পর্দা ওঠার আগে বিশ্বব্যাপী কভিড-১৯ রোগে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের খালি গ্যালারিতে বিশাল একটি ব্যানারে লেখা ছিল ‘স্টপ করোনা ভাইরাস’।

ইত্তেফাক/এসআই