শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘মাঠে ক্রিকেট খেলা থাকলে হোম কোয়ারেন্টাইনটা ভালো কাটবে’

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৮:৪৭

করোনা ভাইরাসের প্রকোপের কারণে থমকে গেছে ক্রীড়াঙ্গন। ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট স্থগিত রেখেছে বিশ্বের সবগুলো ক্রিকেট বোর্ড। তবে করোনা ভাইরাসের কারনে ভক্ত-সমর্থকদের ক্রিকেট থেকে বঞ্চিত করতে চান না জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার কোচের মতে, ফাঁকা গ্যালারিতে হলেও খেলা অনুষ্ঠিত হওয়া উচিত।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকরা হোম কোয়ারেন্টাইনে থাকায় ফাঁকা গ্যালারিতে ক্রিকেট পরিচালনা করার পর রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে সেখান থেকে বিনোদন নিতে পারেন কোয়ারেন্টিনে থাকা দর্শকরা, এমনটাই চাওয়া ল্যাঙ্গারের।  

সম্প্রতি তিনি বলেছেন, ‘ক্রিকেট মাঠে গড়ালেও গ্যালারি ফাঁকা রেখে টিভি সেট ও রেডিওর মাধ্যমে বিনোদন দেওয়া সম্ভব ক্রিকেটপ্রেমীদের। ফলে, তারও আলাদা মূল্য রয়েছে। হ্যাঁ, এটা আলাদা রকমের ঠিকই। তবে সৌভাগ্যবান বলেই আমরা খেলতে পারছি, এটা ভুললে চলবে না।’

এই সময়টা হোম কোয়ারেন্টিনে কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এ সময় তাদের মানসিক স্বাস্থ্য যেন সবল থাকে, সেদিকে নজর রাখবেন বলে জানিয়েছেন সাবেক এই টেস্ট ওপেনার।

ইত্তেফাক/এসআই