শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত দিনেই টি-২০ বিশ্বকাপ: আইসিসি

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২৩:৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে বিশ্ব। এমন সময় আসছে আগামী টি-২০ বিশ্বকাপের খবর জানালো আইসিসি। এবছর ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসি জানিয়েছে , সব ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গোটা পরিস্থিতিতে নজর রাখছে বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে কিংবা অবস্থার আরও অবনতি ঘটলে, চলতি বছর বিশ্বকাপ বাতিলের সম্ভাবনা রয়েছে বলেও জানায় তারা।

টি-২০ বিশ্বকাপ এবার পিছিয়ে গেলে তা আর এ আসরে অনুষ্ঠিত হবে না বলে জানায় আইসিসি। আসিসির পক্ষ থেকে বলা হয়, যদি কোন ভাবে এবছর বিশ্বকাপ টি-২০ অনুষ্ঠিত না হয় তাহলে দুই বছর পিছিয়ে ২০২২ সালে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

এদিকে, করোনার প্রভাবে স্থগিত হয়েছে ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো মেগা ইভেন্ট। বাতিল হয়েছে টেনিসের দুইটা গ্র্যান্ডস্ল্যাম- ফরাসি ওপেন এবং উইম্বলডন। আর ইউরোপে কবে শুরু হবে ফুটবল লিগ সে কথা বলতে পারছেন না কেউ। এছাড়াও করোনা ভাইরাসের প্রভাবে প্রশ্নের মুখে পড়েছে এ বছরের আইপিএল। 

ইত্তেফাক/আরআই