শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনুশীলনে ফিরলো বায়ার্ন

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৭:০৮

প্রায় দুই সপ্তাহ সাইবার ট্রেইনিংয়ের পর অবশেষে অনুশীলনে ফিরেছে বায়ার্ন মিউনিখ। তবে গতকাল সোমবার অনুশীলনে কয়েক ভাগ হয়ে এসেছিলেন খেলোয়াড়রা, কঠোর নজরদারি ছিল স্বাস্থ্যবিধিতেও।

 

ওয়ার্মআপের পর রানিং আর শুটিংই প্রাধান্য পেয়েছে নির্বাসন থেকে ফেরার পর বায়ার্নের প্রথম অনুশীলনে। তবে সবকিছুই হয়েছে দূর থেকে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই।

 

অধিনায়ক ম্যানুয়েল নয়্যার জানালেন, ‘ছোটো ছোটো গ্রুপে ভাগ হয়ে অনুশীলনে নামাটা অতি অবশ্যই একটা অস্বাভাবিক অনুভূতি। তবে ছেলেদের সরাসরি দেখতে পেরে আমি আনন্দিত। ক্লাব আর সাহায্যকারীরা, যারা এই কঠিন সময়ে আবারও মাঠে এসে ফুটবলকেন্দ্রিক অনুশীলনের ব্যাপারটাকে সম্ভব করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই।’

 

ইত্তেফাক/এএম