শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা দুর্গতদের জন্য ১০ টন খাদ্য দিলেন দুঙ্গা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৯:৫৪

করোনা ভাইরাসে বিরুদ্ধে লড়াইয়ের শামিল হলেন ব্রাজিলের সাবেক ফুটবল কোচ কার্লোস দুঙ্গা। অসহায় মানুষের সাহায্যার্থে ১০ টন খাদ্য দিলেন তিনি। করোনা দুর্গত মানুষদের জন্য ১০ টন খাদ্যের সাথে শিশুদের জন্য ২ হাজার ডায়াপারও দিয়েছেন ফুটবল বিশ্বকাপ জয়ী ব্রাজিল অধিনায়ক দুঙ্গা।

অসহায়দের জন্য এগিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন দুঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যম সেটিই জানিয়েছেন তিনি। একটি ভিডিও পোষ্ট করে দুঙ্গা বলেন, ‘বিশ্বের বহু মানুষ এখন অসহায়। এমন অনেক কিছু এখন করতে হচ্ছে, যা কল্পনাতেও ছিল না আমাদের। তবে এখন অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কারন মানুষের জীবনই এখন হুমকির মুখে। সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। এখন আমাদেরকে মানবিক হতে হবে। মানুষকে সহযোগিতা করতে হবে। যার যতটুকু সামর্থ্য, তা দিয়েই এগিয়ে আসতে হবে।’

অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন দুঙ্গা। তিনি বলেন, ‘আমি অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আপনাদের সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারাও আমার মত অসহায়দের সহায়তা করুন। আমি ইতিমধ্যেই ১০ হাজার কেজি খাদ্য দ্রব্য দিয়েছি। আমরা এই লড়াই চালিয়ে যাবো।’