শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ফাঁকা স্টেডিয়ামে খেলা কনে ছাড়া বিয়ের মতো’

আপডেট : ২০ মে ২০২০, ০৬:৫৮

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার মনে করেন, দর্শক ছাড়া স্টেডিয়াম হবে কনে ছাড়া বিয়ের মতো। 

তিনি আশা করছেন দর্শকদের নিয়ে মাঠে ফিরবে ক্রিকেট। আর বছরখানেকের মধ্যে বিদায় নিবে করোনাও। নিজের ইউটিউব চ্যানেলে এ কথা বলেছেন শোয়েব। 

তার ভাষ্য মতে, ‘দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়তো ক্রিকেট বোর্ডগুলোর কাছে ভালো মনে হতে পারে। তবে আমরা এটিকে সমর্থন দিতে পারি না। খালি স্টেডিয়ামে খেলা কনে ছাড়া বিয়ের মতো। আমাদের খেলার জন্য দর্শক লাগবেই। আমি আশা করি, এক বছরের মধ্যেই এ করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

ইত্তেফাক/ইউবি