বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনুশীলনে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

আপডেট : ২৭ মে ২০২০, ২১:১৯

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন মাঠে কোন খেলা নেই। তবে কিছু দিন হলো দর্শক শূন্য মাঠে ফুটবল ফিরিয়েছে বুন্দেসলিগা। এছাড়াও অনুশীলনে ফিরেছে বেশ কিছু দেশ। এরই মধ্যে লা লিগা মাঠে ফেরানোরও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ক্রিকেট নিয়ে চলছে নানা ধোয়াশা। তবে সামনের মাসেই মাঠে ক্রিকেট ফেরাতে অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

নোভেল করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে অনুশীলনে ফিরেছেন ক্যারিবিয় ক্রিকেটাররা। স্থানীয় সরকারের অনুমতি নিয়ে বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুশীলন শুরু করল ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ মেডিকেল কমিটির নির্দেশনা মেনে গত সোমবার ছোট ছোট গ্রুপে ঘাম ঝরান জেসন হোল্ডার, ক্রেইগ ব্রাথওয়েট, শাই হোপ, ক্রেমার রোচরা।

কোভিড-১৯ পরবর্তী সময়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন গাইডলাইন মেনে এই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই শুরু হতে পারে ক্রিকেট। ইংল্যান্ডের পেসাররা ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে বাকি দল অনুশীলন শুরু করবে। জুলাই মাসেই ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর দিয়ে মাঠে ক্রিকেট ফেরানোর আশা সংশ্লিষ্টরা। 

ইত্তেফাক/এসআই