বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাঁচ বদলির নিয়মে শঙ্কা সেতিয়েনের

আপডেট : ০১ জুন ২০২০, ০৬:৩২

করোনা পরবর্তী ঠাসবুনটের সূচির ধকল এড়াতে পাঁচ বদলির নিয়ম এসেছে ফুটবলে। তবে এর সুফল নিয়ে সন্দিহান বার্সা কোচ কিকে সেতিয়েন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি অনুশীলনের জন্যে অপর্যাপ্ত সময় নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পাঁচ বদলির নিয়মের সুফলটা বার্সেলোনা নিজেদের খেলার ধরনের কারণেই ভোগ করতে পারবে না বলে মনে করেন সেতিয়েন। তিনি বলেন, ‘আমরা অনেক সময়ই ম্যাচের শেষ দিকে ফল অনুকূলে নিয়ে আসি। বেশি বদলি খেলোয়াড় নামানোর সুযোগ দেওয়া হলে শেষ দিকে প্রতিপক্ষের ক্লান্তির সুযোগটা কম নিতে পারব আমরা।’

তিনি আরো যোগ করেন, ‘কোনো কোনো সময় হয়তো সেটা আমাদের অনুকূলেও আসতে পারে তবে সেটা কেমন মাত্রায় আসবে তা সময়ই বলে দেবে।’

দুই মাস স্থগিত থাকার পর গত মে মাস থেকে আবারও অনুশীলনে ফিরেছে সেতিয়েনের শিষ্যরা। তবে সেতিয়েন অনুশীলনের সময়ের স্বল্পতা নিয়ে কিছুটা আফসোসও করলেন! বললেন, ‘গ্রুপ অনুশীলনে আরো সময় পাব ভেবেছিলাম। হলো না। সবাইকে এক সঙ্গে নিয়ে যে ভিডিও বিশ্লেষণ দেখব তাও তো হলো না! মাত্র দুই সপ্তাহ বাকি লা লিগা ফেরার। আরো সময় পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ছিলাম!’

তবে লিগ শুরু হলে চাপ সহ্য করতে হবে বেশ, সেতিয়েনের পূর্বানুমান। তিনি বলেন, ‘খেলা শুরুর পর থেকেই বেশ চাপের মধ্য দিয়ে যেতে হবে আমাদের, এটা নিশ্চিত। কারণ পরের ১১টা ম্যাচ শিরোপার লক্ষ্যে খেলতে হবে আমাদের।’