শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগে বিশ্বকাপ, পরে আইপিএল : স্মিথ 

আপডেট : ০৩ জুন ২০২০, ০৪:২৯

আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর কথা ভাবছে আইসিসি। আর এই আলোচনার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল নিয়ে বড্ড কাদা ছোড়াছুড়ি চলছে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ বললেন, বিশ্বকাপ হলেই বেশি খুশি হবেন তিনি।


আইপিএল শুরু হওয়ার কথা ছিল গত মার্চের ২৯ তারিখে। করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে পড়েছে ভারতের জনপ্রিয় টুর্নামেন্টটি। আর, অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী অক্টোবরে। ভারতীয় গণমাধ্যম বলছে, বিশ্বকাপ বাতিল করে ঐ সময়টাতে আইপিএল আয়োজন করতে চায় বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইসিসি অবশ্য বলছে, তারা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে আছে। স্মিথও বললেন, বিশ্বকাপ আইপিএল নয়, বিশ্বকাপ খেলতেই বেশি পছন্দ করবেন তিনি। তবে যদি বিশ্বকাপ না হয় আর ঐ সময়ে যদি আইপিএল আয়োজনের সিদ্ধান্ত হয় তবে আইপিএল খেলতে আপত্তি নেই তার।

তিনি বলেন, ‘আমি মনে করি, আপনি যখন কোনো বিশ্বকাপে নিজের দেশের হয়ে খেলেন, ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই আপনার জন্য সর্বোচ্চ সাফল্য। তাই অবশ্যই আমি (বিশ্বকাপে) খেলতে পছন্দ করব। তবে যদি বিশ্বকাপ না আয়োজিত হয়, তবে আইপিএল রয়েছে। যদি বিশ্বকাপ স্থগিত করা হয়, তবে তাই হোক। (ফাঁকা সময়টাতে) ঘরোয়া প্রতিযোগিতা হিসেবে আইপিএল দুর্দান্ত।’

এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটে ফিরতে পারাই বড়ো ব্যাপার হবে বলছেন স্মিথ, ‘ঘরোয়া ক্রিকেটের মধ্যে আইপিএলের বিষয়টাই অন্যরকম। যেহেতু সবকিছুই এ মুহূর্তে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। খেলোয়াড়দের যেভাবে নির্দেশনা দেওয়া আছে, তারা সেগুলো অনুসরণ করছে। এ অবস্থায় আমাদের যেখানে খেলতে দেওয়া হবে, সেখানেই খেলতে রাজি। এটা (বিশ্বকাপ) হলে তো বেশ, না হলেও কিছু করার নেই। কারণ সারা বিশ্বে যে ভয়াবহ অবস্থা এখন, সে তুলনায় ক্রিকেট কিছুই নয় আসলে। তাই আমাদের যখনই বলা হবে, তখন মাঠে ফিরব। তার আগ পর্যন্ত এখন শক্ত করে বসুন, ফিট থাকুন এবং মানসিকভাবে চাঙা থাকুন।’


ইত্তেফাক/ইউবি